ঠিক ছিল এই বছর জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করবে তুরস্ক। কিন্তু ভূমিকম্পের জেরে এখন বিধ্বস্ত এই দেশ। এবার তুরস্ককে নতুন করে গড়ে তোলার জন্য ইস্তানবুলের পাশে দাঁড়াল উয়েফা। ২ লক্ষ ইউরো দিয়ে সাহায্য করল ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা। একইসঙ্গে, তুরস্কের জন্য আরও অর্থ সাহায্যের আবেদন জানানো হয়েছে। আগামী ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা। ইতিমধ্যেই তুরস্কের জন্য অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এদিকে প্রায় একসপ্তাহ হতে চলল। তুরস্কের পরিস্থিতি এখনও স্বাভাবিক হল না। এখনও মাটির নিচ থেকে উদ্ধার হচ্ছে হাজার হাজার দেহ। হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও কয়েক হাজার মানুষ। ক্রমেই জটিল হচ্ছে উদ্ধার পরিস্থিতি। ইতিমধ্যেই ভারতের সঙ্গে উদ্ধারের কাছে হাত লাগিয়েছে মার্কিন এবং ব্রিটিশ দল।
এই পরিস্থিতিতে উয়েফার দাবি নতুন করে অঘটন না হলে পূর্ব সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ইস্তানবুলেই। উয়েফা কর্তাদের আশা, জুন মাসের আগে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।