১২ জন স্ত্রী, ১০২ জন সন্তান, ৫৬৮ জন নাতি-নাতনি । সংসারে সদস্য সংখ্যা বেড়েই চলেছে । কিন্তু আর না । এবার যে থামতেই হবে । সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন । অবশেষে ৬৭ বছর বয়সে এসে পরিবার আরও বাড়ানোর পরিকল্পনা ত্যাগ করলেন উগান্ডার (Uganda) মুসা হাসাহ্যা । আরা তিনি বাবা হতে চান না । সংসারের এই চাপ আর তিনি সামলাতে পারছেন না । কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ?
মুসা হাসাহ্যা পেশায় কৃষক । অর্থনৈতিক দিক থেকে তিনি আর পেরে উঠছেন না । তাই ১২ জন স্ত্রীর মধ্যে যাঁরা এখনও সন্তান প্রসব করতে পারেন, তাঁদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে হবে ।
মুসা জানান, তাঁর পরিবার যত বেড়েছে, ব্যয় বেড়েছে । কিন্তু, আয়ের পরিমাণ ধীরে ধীরে কমেই গিয়েছে । তাই শেষে তিনি পরিবার না বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন । মুসা জানান, একজন পুরুষ কীভাবে এক নারীতে সন্তুষ্ট থাকতে পারে ? তাই একের পর এক বিয়ে করেছেন । ১২ জন স্ত্রীই এক ছাদের তলায় থাকেন । অন্য কারও সঙ্গে যাতে তাঁরা পালিয়ে না যেতে পারেন, সেদিকে নজর রাখেন বলে জানিয়েছেন মুসা । উল্লেখ্য, মুসা তাঁর পরিবারকে নিয়ে উগান্ডার রাজধানী লুসাকায় থাকেন । সেখানে বহুবিবাহ বৈধ ।
মুসা এতগুলি বিয়ে করলেও,তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা যাতে সমান সুযোগ-সুবিধা পায়, সেটা সবসময় নিশ্চিত করেছেন । কিন্তু, এত বড় পরিবারের খরচ তিনি চালাতো পারছেন না । খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে । বাকি বাচ্চাদের পড়াশোনার খরচ, অন্যান্য খরচ চালাতে পারছেন । তিনি সাহায্যের আবেদন করেছেন ।