একবার মদের নেশা করে ফেললে, পুরোপুরি বেসামাল হয়ে পড়ে, এমন মানুষের কথা আমরা জানি। এবার শোনা গেল, একটি কুকুরের কথা। যার রাতে মদ না খেলে ঘুম আসত না! দুই বছরের মিষ্টি দেখতে সেই কুকুরটি নেশা চড়ে গেলে রীতিমতো মাতলামি শুরু করে দেয়। তার মদের নেশা ছাড়াতে কালঘাম ছুটল চিকিৎসকদেরও।
রোজ রাতে এক পেগ করে মদই ছিল গত কয়েকমাস ধরে কুকুরটির রুটিন। আর তাতেই ক্রমশ মদে আসক্ত পড়ে দু'বছরের ল্যাব্রাডর।
জানা গিয়েছে, গ্রেট ব্রিটেনের ওই ২ বছর বয়সী কুকুরের নাম 'কোকো'। পশ্চিম ইংল্যান্ডের প্লাইমাউথের এই ল্যাব্রাডর মিক্স প্রজাতি কুকুরটিকে মদের নেশা ছাড়াতে রিহ্যাবে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। জানা গিয়েছে, মালিক রোজ মদ খাওয়ার পর কিছুটা করে ফেলে রাখতেন গ্লাসে। কৌতূহল বশত সেই ফেলে রাখা মদ চেখে দেখে কোকো। মাসের পর মাস ধরে এভাবে চলার পর ক্রমশই মদের নেশা ধরে যায় এই ল্যাব্রাডরের।
তার মনিবের মৃত্যুর পরেই কোকোকে আরও কতগুলি কুকুরের সঙ্গে উদ্ধার করা হয়। দেখা যায় প্রত্যেকেই মনিবের মদে পুরোপুরি আসক্ত হয়ে রয়েছে। এর পরে তাদের নিয়ে যাওয়া হয় উডসাইড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে। মদের আসক্তি ছাড়ানোর জন্যই তাদের ওই হোমে নিয়ে যাওয়া হয়। ট্রাস্টের চিকিৎসকদের কথায়, মদে বেসামাল হয়ে পড়েছে এমন কুকুর তাঁরা এই প্রথম দেখলেন।