ব্রিটেনের স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে হুপিং কফ। এই বছরে ২৫০ শতাংশ বেড়েছে এই রোগের পরিমাণ।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক জানুয়েছে, জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে ৭১৬টি পার্টুসিস বা হুপিং কফের ঘটনা নথিভুক্ত হয়েছে। ফুসফুসে ব্যাকটেরিয়াল ইনফেকশনের এই অসুখ এই বছরে ২০২২ সালের তুলনায় তিনগুণ বেড়েছে।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিসিজ জানিয়েছে, হুপিং কফের ফলে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে, বমি হয়, পাঁজরে যন্ত্রণা হয়। তবে এই রোগের নিরাময় সম্ভব। শিশু এবং সদ্যোজাতদের জন্য এর টিকাও রয়েছে।
এজেন্সির জনস্বাস্থ্য সংক্রান্ত ডিরেক্টর গায়েত্রী আমিরথালিঙ্গম বলেছেন, কোভিড-১৯ অতিমারীর সময় সোস্যাল ডিসট্যান্সিং এবং লকডাউনের জন্য বিভিন্ন ইনফেকশন কমে গিয়েছিল। এখন আবার তা বেড়ে গিয়েছে।
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের বিশেষজ্ঞ প্রফেসর বেটে কাম্পমান বলেছেন, এই ইনফেকশনের বৃদ্ধির পিছনে রয়েছে করোনা অতিমারীর দিনগুলিতে ভ্যাকসিন না নেওয়া।