গত আড়াই বছর ধরে কোভিড ১৯ এর সঙ্গে দীর্ঘ লড়াই করেছে গোটা বিশ্ব। কিন্তু এই মানুষটার লড়াই টা একটু আলাদা। টানা ৪১১ দিন ধরে কোভিড ১৯ পজিটিভ ছিলেন ব্রিটেনের এক ব্যাক্তি। সম্প্রতি সেই ঘটনাই সামনে এনেছেন চিকিৎসকেরা।
২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড সংক্রমণ ধরা পড়ে ইংল্যান্ডের ৫৬ বছরের ব্যক্তির শরীরে। তিনি মৃদু উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু তারপর যত বারই কোভিড পরীক্ষা করানো হয়, দেখা যায় পরীক্ষার ফল পজিটিভই আসছে। দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভোগায় ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল। সেটিই তাঁর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন নিয়েও কাজ হয়নি।
একেবারে গোড়ায় উহানে যে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে ছিল এই ব্যক্তির শরীরেও সেই বি ১ ভ্যারিয়েন্টই পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁর উপর এমন কিছু অ্যান্টিবডির প্রয়োগ করেন, যেগুলি করোনার সব ধরেনর স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর। আর শেষ পর্যন্ত তেমন একটি অ্যান্টিবডির প্রভাবেই সেরে উঠেছেন ৫৬ বছরের এই ব্যক্তি।