প্রধানমন্ত্রী হয়েও রেহাই নেই। সিটবেল্ট না পরে গাড়ি চালানোর জন্য জরিমানার কোপে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জানা গিয়েছে, ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, লন্ডন (London)থেকে ল্যাঙ্কশায়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনিক কর্তারা। প্রধানমন্ত্রীর পরনে ছিল ব্লেজার-টাই। কিন্তু তিনি গাড়িতে ছিলেন সিটবেল্ট ছাড়াই।
আরও পড়ুন- চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
ওই ভিডিয়ো দেখার পরই শুরু হয় সমালোচনা। কারণ ইংল্যান্ডে সিটবেল্ট না পরা অপরাধ। টনক নড়ে পুলিশের। ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী। আর সিট বেল্ট না পরার কারণেই সুনককে ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকা।