গত দু'বছর ধরে জারি থাকার পর শেষ পর্যন্ত কোভিড-১৯(Covid-19) সংক্রান্ত চূড়ান্ত বিধিনিষেধ প্রত্যাহার করল ব্রিটেন(Britain)। টিকার দুটি ডোজ নেওয়া ভ্রমণকারীরা এবার থেকে করোনা(Corona) পরীক্ষা না করেই সেদেশে প্রবেশের অনুমতি পেলেন।
আরও জানা গেছে, ব্রিটেনের অধিবাসী(British) এবং ভ্রমণকারীরা যাঁদের কমপক্ষে করোনার(Coronavirus) দুটি ডোজ নেওয়া রয়েছে, তাঁদের ব্রিটেনে প্রবেশের আগে একটি ফর্ম পূরণ করতে হবে। তবে টিকা না নেওয়া থাকলে ব্রিটেনে(Britain) প্রবেশের আগে এবং পরে পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ না এলে তাঁদের আর আইসোলেশনের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
ব্রিটেনের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস(Grant Shapps) বলেছেন, "ব্রিটেন এখন বিশ্বের সবচেয়ে মুক্ত প্রভাবিত সীমানাগুলির মধ্যে একটি রয়েছে।" উড়ান(flight) এবং অন্যান্য ভ্রমণ সংস্থাগুলি দু'বছরের এই কড়াকড়ির পর এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে।
এর পাশাপাশি জানানো হয়েছে, ইংল্যান্ডের(England) বহু ইনডোর স্পেসে আর মাস্ক জরুরি নয়। এর আগে নাইট ক্লাবগুলিতে প্রবেশের জন্য ভ্যাকসিন পাসপোর্ট জরুরি ছিল। করোনা অতিমারি ঠেকাতে বড় আকারের অনুষ্ঠানগুলি বাতিল করা হয়।
শুধু ইংল্যান্ডই নয়, মার্কিন যুক্তরাজ্যের অন্যান্য অংশ, যেমন, স্কটল্যান্ড(Scotland), ওয়েলস(Wales) এবং উত্তর আয়ারল্যান্ডও(Northern Ireland) বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।