বৃহস্পতিবার ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভ (Kyiv) সহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার (Ukraine Russia crisis) পর ভারতকে (India) 'হস্তক্ষেপ'-এর অনুরোধ জানালেন ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা (Igor Polikha)। নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করে তাঁর দেশের বর্তমান পরিস্থিতির কথা ব্যাখা করে রাশিয়ার (Russia Ukraine crisis) তীব্র নিন্দা করেন তিনি। 'কেবলমাত্র ইউক্রেনের সেনাঘাঁটিগুলোতেই আঘাত হানা হয়েছে' বলে যে দাবি করেছে রাশিয়া, তাকেও নস্যাৎ করে দেন তিনি।
আরও পড়ুন: বিধানসভার অধিবেশন বসবে রাত দু'টোয়! সরকারকে কটাক্ষ বাম, বিজেপির
পোলিখা (Igor Polikha) আরও জানান, ইতিমধ্যেই ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভের (Kyiv) আশেপাশের মফসসলে রুশ সেনার হামলার ফলে ক্ষতিগ্রস্ত বহু মানুষের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন তাঁর এক আত্মীয়'র স্ত্রী'এর কথা। যিনি রুশ সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে থাকেন। ভোরবেলায় ইউক্রেনের ভূখণ্ডে তীব্র বিস্ফোরণের (Russia Ukraine crisis) শব্দে তাঁর ঘুম ভেঙে গিয়েছিল।
পোলিখার (Igor Polikha) কথায়, ইউক্রেনের (Ukraine) ভূখণ্ডের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে রাশিয়া। শুধুমাত্র সীমান্ত অঞ্চলেই নয়।
ভারতের (India) সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়ার সুসম্পর্কের কথা বিবেচনা করেই ভারতের কাছে সাহায্য চাইছে ইউক্রেন। স্পষ্টভাবে সেই কথা জানিয়ে ইগর পোলিখা (Igor Polikha) বলেন, "আমরা ভারতের কাছে এই বিপদের সময় সাহায্য চাইছি। এই মুহূর্তে মোদীজি (Narendra Modi) বিশ্বের অন্যতম শক্তিশালী এবং শ্রদ্ধেয় রাষ্ট্রনেতাদের মধ্যে একজন। তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনতে পারেন পুতিন। তাঁর কাছে সাহায্য প্রার্থনা করছি আমরা (Ukraine sought help from India)"।