যুদ্ধে (Russia-Ukraine War) লড়াই করার জন্য অভিনব পদ্ধতিতে বোমা বানিয়ে তা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন। এর নাম মোলোটোব ককটেল পেট্রল বোম (Molotov cocktail Petrol Bomb)। এই বোমা দিয়েই রুশ সেনার ওপর হামলা চালিয়েছেন ইউক্রেনের সাধারণ নাগরিকরা। বিয়ারের (Beer) বোতলে পেট্রল (Petrol) ভরে তৈরি করা হয়েছে এই বোমা।
জানা গিয়েছে, ইউক্রেন সরকারই দেশের নাগরিকদের সুরক্ষার জন্য এই পেট্রল বোমা বেশি করে বানানোর নির্দেশ দিয়েছে। ইউক্রেনের অন্যতম বড় শহর লিভিভের (Lviv) প্রাভডা ব্রিওরির ( Pravda brewery) কর্মচারীরা বিয়ারের পরিবর্তে মোলোটোব ককটেল প্রস্তুত করছেন। দাবি করা হয়েছে, এই অভিনব পেট্রল বোমার সাহায্যে কিছু রাশিয়ান ট্যাঙ্কও উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের নাগরিকরা।
আরও পড়ুন: নগদ সংকটের আশঙ্কা! রাশিয়ার এটিএম-এ লম্বা লাইন
সোশাল মিডিয়ায় এই পেট্রল বোম নিয়ে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার সশস্ত্র সেনাবাহিনীকে এই মোলোটোব ককটেল পেট্রল বোম ব্যবহার করে আটকে দিয়েছে ইউক্রেনের সাধারণ নাগরিক।