ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চতুর্থ দিনে আলোচনায় (Russia-Ukraine talk) বসল দু'দেশ। ইউক্রেন-বেলারুশ সীমান্তে প্রায় সাড়ে তিন ঘণ্টার জন্য আলোচনা চলল দু'পক্ষের।
সূত্রের খবর, অবিলম্বে যুদ্ধবিরতির (Ceasefire) দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও (Zelensky) আলোচনার আগে জানিয়েছিলেন, রাশিয়া তাঁদের দেশে সামরিক অভিযান বন্ধ করুক, এই দাবিই জানানো হবে আলোচনায়।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে আসতে চায় পুতিন সরকার। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া যুদ্ধের পঞ্চম দিনে সামরিক অভিযানের গতি কিছুটা কমিয়েছে।
রাশিয়ান গোলায় ধ্বংস বিশ্বের বৃহত্তম বিমান, ফের 'স্বপ্ন' দেখার শপথ ইউক্রেনের
ইউক্রেনের বিদেশ মন্ত্রী- জানিয়েছেন, তাঁদের দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক স্তরে নানা সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। তার পরেও মস্কোর তরফে পারমাণবিক হুমকি দেওয়া হয়েছে ইউক্রেনকে।