নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গনাইজেশন বা ন্যাটোতে (NATO) আর যোগ দিতে চায় না ইউক্রেন (Ukraine)। রুশ (Russia) আক্রমণের মুখে সুর নরম করে এ-কথা জানালেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।
যুদ্ধ চলাকালীন একাধিকবার ন্যাটোর কাছে বিভিন্ন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ন্যাটো ইউক্রেনকে সমর্থন জানালেও তাদের ‘নো ফ্লাই জোনে’র দাবি মানেনি। ন্যাটোর কাছে যুদ্ধবিমান চেয়েও পায়নি ইউক্রেন। জেলেনস্কি জানিয়ে দিলেন তিনি আর ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছেন না।
আরও পড়ুন: Ukraine: ভারতীয় সেনাবাহিনীর হয়ে লড়তে পারেননি, এখন ইউক্রেনের হয়ে লড়ছেন তামিলনাড়ুর যুবক
এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে গ্রহণ করতে প্রস্তুত নয় ন্যাটো। রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না তারা। আমি এমন দেশের প্রেসিডেন্ট হতে চাই না যারা কোনও কিছু পাওয়ার জন্য হাঁটু গেড়ে ভিক্ষা চাইবে।’
এরইসঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের অর্ন্তগত যে দু'টি অঞ্চলে রুশ আধিপত্য রয়েছে,সেগুলি নিয়েও তিনি সব রকম আলোচনায় প্রস্তুত।