একটি আর্ন্তজাতিক সম্মেলনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন রাশিয়া এবং ইউক্রেন সরকারের দুই প্রতিনিধি।
ঘটনার সূত্রপাত ঘটে একজন রুশ আধিকারিক ইউক্রেনের সাংসদ ওলেকজান্দার মারিকোভস্কির কাছ থেকে ইউক্রেনের জাতীয় পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায়৷
ওই ইউক্রেনিয় সাংসদ রুশ আধিকারিককে পাল্টা আঘাত করেন। ঘুঁষি চালান। ধাক্কা দিয়ে জাতীয় পতাকা ছিনিয়ে নেন।
ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশনের ৬১ তম সাধারণ সভায় এই ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে উত্তাপ আরও বাড়ল।