ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (volodymyr zelenskyy) ভারত-সহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছেন। ভারত ছাড়াও বরখাস্ত করা হয়েছে জামার্নি, চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকে। কেন তাঁদের বরখাস্ত করা হল এবং আগামীতে তাঁদের অন্য কোনও পদে বহাল করা হবে কি না সেই বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বা ইউক্রেন সরকারের তরফে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, গত ২৪ ফেব্রয়ারি ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালানোর পর জেলেনস্কি তাঁর রাষ্ট্রদূতদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রগুলির কাছে সাহায্য ও সমর্থন জোগাড়ে চেষ্টা করে চলেছেন। কিন্তু বেশ কিছু রাষ্ট্রের তরফে এখনও ইউক্রেনের প্রতি তেমন ইতিবাচক সাড়া মেলেনি। সেই তালিকায় ভারত এবং ইউরোপের একাধিক দেশ রয়েছে। সম্ভবত জেলেনস্কি বিষয়টিকে তাঁর রাষ্ট্রদূতদের ব্যর্থতা হিসেবেই দেখেছেন এবং সেই রাষ্ট্রগুলিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের তাই বরখাস্ত করা হয়েছে।
WB Higer Seconary:আগামী শিক্ষাবর্ষে পূর্ণাঙ্গ সিলেবাসেই উচ্চ মাধ্যমিক, বিজ্ঞপ্তি জারি সংসদের
উল্লেখ্য়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের বিরুদ্ধে সবর হলেও আমেরিকার সতর্কবার্তা উড়িয়ে ভারত রাশিয়ার সঙ্গে এখনও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্য দিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। সেই সম্পর্ক এখনও বজায় রেখে চলেছে তারা।