ইউক্রেনের (Ukraine) আরও একটি সেনাঘাঁটি উড়িয়ে দিল রুশ বাহিনী (Russian Troop)। মঙ্গলবার সকালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বে ওখতিরকা শহরের সেনাঘাঁটিতে গোলাবর্ষণ করে রাশিয়ার ট্যাংক। তাতে অন্তত ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে খবর। ওখতিরকা, খারকিভ এবং কিয়েভের মাঝে অবস্থিত।
ওখতিরকার সেনাঘাঁটির দায়িত্বে থাকা দিমিত্রো জিভিটস্কি ওই অঞ্চলের ভিডিও পোস্ট করেছেন টেলিগ্রামে। ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে নিহত সেনাদের দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। দু'পক্ষের যুদ্ধে ইউক্রেনের বহু স্থানীয় এবং রুশ সেনা নিহত।
সাড়ে তিন ঘণ্টার আলোচনায় দু'পক্ষ! রাশিয়ার কাছে যুদ্ধবিরতির দাবি ইউক্রেনের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এদিন ষষ্ঠ দিনে পড়ল। এই পাঁচদিনে রুশ হামলায় অন্তত সাড়ে তিনশো সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের।