ইউক্রেনে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানী কিভের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, ঘটনায় মৃত্যু ইউক্রেনের অভ্যন্তরীন নিরাপত্তামন্ত্রী সহ ১৮ জনের। নিহতদের মধ্যে রয়েছে ২ শিশুও। ভয়াবহ দুর্ঘটনার ছবি ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বংসী আগুনের হল্কা সঙ্গে ধোঁয়া। ছুটোছুটি শুরু হয়েছে বাসিন্দাদের। যদিও এখনও পর্যন্ত কপ্টার ভেঙে পড়ার কারণ জানা যায়নি।
World's Coldest City: শীতে বাঁধাকপি সদৃশ্য পোশাক পরেন বাসিন্দারা, বিশ্বের শীতলতম শহর সম্পর্কে জানেন?
ইউক্রেন প্রশাসন সূত্রে খবর, নিরাপত্তামন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী এভেগনি এনিন, অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের বেশ কিছু আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরাও ঘটনায় প্রাণ হারিয়েছেন।