ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ। ভারী বিষক্রিয়ায় তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভের স্ত্রীকে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ প্রয়োগ করা হয়েছে, এই খবর নিশ্চিত করেন GUR- এর মুখপাত্র আন্দ্রি ইউসভ।
Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশীর 'সুড়ঙ্গ-জয়ের' হিরো, ৪১জন শ্রমিককে মুক্ত করে কী বললেন ওয়াকিল?
তবে কে বা কারা এই চক্রান্ত করে বিষ প্রয়োগ করেছে সেবিষয়ে এখনও কিছুই জানাননি মুখপাত্র। এই বছরের শুরুর দিকে, ইউসভ ইউক্রেনীয় মিডিয়াকে বলেছিলেন যে বুদানভ রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা এফএসবি দ্বারা পরিচালিত ১০ টি হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছেন। একবার তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। এবার টার্গেট তাঁর স্ত্রী।