বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল এক কিশোর৷ আচমকা শুরু হল রুশ (Russia) সেনার বোমাবর্ষণ। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল কিশোরটি। হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে। অস্ত্রোপচার করেও বাঁচানো গেল না।
হাসপাতালের বারান্দায় রক্তমাখা চাদরে ঢাকা স্ট্রেচারের উপর বছর ষোলোর কিশোরের দেহ। আর তার ঠিক মাথার সামনে বসে অঝোরে কেঁদে চলছেন তার বাবা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) এই ছবি এখন ভাইরাল। তোলপাড় ফেলেছে বিশ্বজুড়ে।
ঘটনাস্থল অ্যাজভ সাগর লাগোয়া একটিন বন্দরশহর। ছেলেটির নাম উইলিয়া, বাবার নাম শেরি। রক্তাক্ত সন্তানের অস্ত্রোপচারের সময় বাইরে বসে ছিলেন বাবা। খানিক পরে শল্যচিকিৎসকরা এক এক করে ওটি ছেড়ে বেরিয়ে এলেন। কারও মুখে কথা নেই। তাঁদের মধ্যে এক জন চিকিৎসক শুধু শেরির হাতটা ধরলেন। অন্য চিকিৎসককে বিধ্বস্ত অবস্থায় দেখা গেল। ওটি-র দরজার সামনে তখন ঠায় দাঁড়িয়ে শেরি। এরপর সন্তানের মৃতদেহের মাথার কাছে বসে তিনি ভেঙে পড়লেন কান্নায়।