ইউক্রেনের (Ukraine) শহর মারিওপোলের (Mariupol City) শিশু হাসপাতালে বিমানহানা (Air Strike) রাশিয়ান সেনাবাহিনীর। এমনটাই জানিয়েছে ইউক্রেন সরকার। জানা গিয়েছে, ঘটনায় ১৭ জন গুরুতর জখম হয়েছেন।
রাশিয়ান বিমানহানা (Russian Air Strike) নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি (President Zelensky) টুইট করে জানান, "মারিওপোল। শিশু ও গর্ভবতীদের হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়ান সেনা। আহত হয়েছে অনেক শিশুও। নৃশংস ঘটনা। এই সন্ত্রাসকে কতদিন সহ্য করবে বিশ্ব! এখনই আকাশপথ বন্ধ করে দেওয়া উচিত। এই মৃত্যুমিছিল বন্ধ হোক। তোমার ক্ষমতা থাকতে পারে। কিন্তু মানবিকতা হারিয়ে ফেলেছ।"
আরও পড়ুন: ১২ ঘণ্টা সংঘর্ষ বিরতিতে সম্মতি, আলোচনায় সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের
রাশিয়ান সেনার হামলার পর একটি ভিডিয়ো শেয়ার করেছেন মারিওপোল শহরের কাউন্সিল। যেখানে দেখা গিয়েছে, শহরের বাড়িগুলোর ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। বাইরে গাড়ি জ্বলছে।