অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের এই দাবিকে এবার স্বীকৃতি দিল আমেরিকা। এমনটাই জানানো হয়েছে মার্কিন সেনেটে পেশ করা একটি প্রস্তাবনায়।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনেটের এই প্রস্তাবনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অরুণাচল প্রদেশ হল ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ।
আমেরিকার মতে, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্ত রেখা চিনের মেনে নেওয়া উচিত। একই সঙ্গে অরুণাচলের সীমান্তে চিনের আগ্রাসন নীতিরও তীব্র সমালোচনা করা হয়েছে।
আরও পড়ুন - কৃষ্ণসাগরে আমেরিকান ড্রোনকে ধ্বংস রুশ যুদ্ধবিমানের, অভিযোগ মানতে নারাজ রাশিয়া
কী এই ম্যাকমোহন লাইন?
ভারত এবং চিনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেই সীমানাটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। স্যার হেনরি ম্যাকমোহনের নামেই এই নামকরণ। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। এই অংশটি চিন নিজেদের বলে দাবি করে এসেছে।