অস্বাভাবিক মৃত্যু হল বাংলাদেশি অভিনেত্রী হোমায়রা হিমুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিনোদন জগতে। অভিযোগেরর ভিত্তিতে হিমুর প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে হিমুকে নিয়ে যান প্রেমিক রুফি এবং মিশির নামে তাঁর এক ভাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা হিমুকে মৃত বলে ঘোষণা করেন। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেন রুফি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হিমুর ভাই মিশির জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই অভিনেত্রী।
Bangladeshi Actress Died: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার প্রেমিক
এই ঘটনার জেরে বাংলাদেশের বিনোদন জগতে জোর জল্পনা তৈরি হয়েছে। অনেকে আত্মহত্যা বললেও অনেকে আবার খুনের অভিযোগ তুলেছেন। উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।