পৃথিবীর শুষ্কতম মরুভূমি...বললেই চোখের সামনে কী ভেসে ওঠে? ধূধূ প্রান্তর। হ্যাঁ সেরকমই। শুধু সেই প্রান্তরজুড়ে এখন ফুলের গালিচা। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে চিলির আতাকামা মরুভূমিতে।
গোটা মরুভূমিতেই বেগুণি ফুলের মেলা!। এ কেমন ঘটনা? যে দিকে দু'চোখ যায় ফুলের গালিচা বিছোনো। এমন আশ্চর্য ঘটনা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা যাচ্ছেন চিলির আতাকামায়। এমনি সময়ে ফুলের গাছগুলি কোনওরকমে বেঁচে থাকে, দেখলে মনে হয় মরেই গেছে। সঠিক তাপমাত্রা আর বৃষ্টি হলে গাছে ফুল ধরে, তখন মাইলের পর মাইল মরুভূমিতে ফুটে থাকে বেগুণি ফুল।
তবে আর সকলের মতো পরিবেশবিদরাও যে এই ঘটনায় সমান খুশি, তা কিন্তু নয়। তাঁদের কপালে চিন্তার ভাঁজ। পরিবেশবিদরা বলছেন, জলবায়ুর বদলে যাওয়ার ফলেই এমন আশ্চর্য ঘটনা ঘটছে। আতাকামায় এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের কারণেই মরুভূমির শুষ্ক প্রান্তর বদলে গেল ফুলের গালিচায়।
ঠিক এরকমই আরও একটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক কালে। আকাশে আগের চেয়ে একটু বেশিই ঘনঘন চোখে পড়ছে রামধনু? হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন। গবেষণাও তাই-ই বলছে। তবে এর পেছনেও আসল কারণ জলবায়ুর পরিবর্তন।
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, আগের চেয়ে এখন একটু বেশিই রামধনু দেখা যায় আকাশে, এবং আগামী দিনে আরও বেশি রামধনু দেখা যাবে আকাশে। আগামী শতাব্দীতে, মানে ২১০০-এর শুরুতে নাকি দৈনিক ৫ % বেশি রামধনু দেখা যাবে আকাশে।