বিচের ধারে রোদে বসে থাকেন লাস্যময়ী অভিনেত্রী। পুরো শরীর ভিজে যায় ঘামে। এভাবে রোজই ঘামেন তিনি। আর সেই ঘামের এক ফোঁটাও নষ্ট হয় না। বোতলে ভরে নিজেই অনলাইনে বিক্রি করেন নিউইয়র্কের অভিনেত্রী স্টেফিনি ম্যাটো। এক বোতলের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ভারতীয় মুদ্রায় একটি বোতলের দাম ৪০ হাজার টাকা। দিনে ৪ লক্ষ টাকা উপার্জন কোনও ব্যাপারই নয়। তাঁর এই আজব কারবার দেখে অবাক দুনিয়া। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ভিডিও।
অভিনেত্রী স্টেফানি নিজে এই পেশার কথা জানিয়েছেন। তাঁর দাবি, রোজ ১০ বোতল ঘাম বিক্রি হয়েই যায়। অভিনেত্রী জানান, চাহিদা রোজই বাড়ছে, কিন্তু তিনি জোগান দিতে পারছেন না। এই কাজের জন্য দিনে প্রায় ১৫ মিনিট প্রখর রোদে বসে থাকেন স্টেফানি। এই লাস্যময়ী অভিনেত্রীর বুকের ঘামের দামও খুব সস্তা নয়। এই ঘাম বিক্রি করেই প্রতিদিন প্রায় লক্ষ টাকার বেশি উপার্জন করেন তিনি। স্টেফানি বলেন, "ঘাম সংগ্রহ করার সময় জল খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখি। যাতে বেশি ঘাম হয়।"
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, পারবেন পাঠানো মেসেজ এডিট করতে
আমেরিকান রিয়্যালিটি শো '৯০ ডে ফিনান্স'-এর মাধ্যমে জনপ্রিয় হন স্টেফানি। বারবার এরকম আজব উপায় অবলম্বন করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন তিনি। এর আগে কাঁচের বোতলে নিজের বাতকর্ম ভরে বিক্রি করতেন স্টেফানি। তখনও তাঁর কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু সেই কাজের জন্য হার্ট অ্যাটাক থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।