এবার পশ্চিম এশিয়ার সশস্ত্র গোষ্ঠী হুথিদের ঘাঁটিতে হামলা চালান আমেরিকা ও ব্রিটেন। যৌথ ভাবে ওই হামলা চালানো হয়েছে। প্রায় ৩৬টি হুথি ঘাঁটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।
ইয়েমেনে হামলা
জানা গিয়েছে, গোপন ডেরা চিহ্নিত করে আকাশপথে হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। সম্প্রতি জলপথে হুথিদের হামলা চালানোর খবর প্রকাশ্যে এসেছিল। এবারতারই জবাবে পালটা হামলা চালালো ওই দুই দেশ।
আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে হুথি ঘাঁটিতে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইয়েমেনের মোট ১৩টি এলাকার ৩৬টি হুথি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হুথি বাহিনী দীর্ঘদিন ধরেই আমেরিকার উপর হামলা চালাচ্ছে সেকারণেই এই হামলা বলে জানা গিয়েছে।