এক মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠল এক ভারতীয়র বিরুদ্ধে। আমেরিকার তরফে এই অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম নিখিল গুপ্ত। চলতি বছরের জুন মাসে তাঁকে গ্রেফতার করা হয়। ম্যানহ্যাটনে অবস্থিত মার্কিন অ্যাটর্নি অফিস থেকে এবিষয়ে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, ওই মার্কিন নাগরিককে শুধুমাত্র খুন করার জন্যই নিযুক্ত করা হয়েছিল। এবং ভারত থেকে পুরো পরিকল্পনা করা হয়েছিল।