ইজরায়েলের পাশে আমেরিকা । গুলি চালিয়ে ইরানের একের পর এক ড্রোন ধ্বংস করছে আমেরিকার সেনা । ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানা গিয়েছে, ঘটনায় ইজরায়েল পাশে পেয়েছে ব্রিটেন ও ফ্রান্সকেও ।
ইরানের হামলার পরই হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, ইজরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে আমেরিকার সেনা। ইজরায়েলের উপরে ইরানের যে হামলা আছড়ে পড়বে, আমেরিকা তার মোকাবিলা করবে । ইরানের এই হামলার নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শনিবার ইজরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে । সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েলি বোমাবর্ষণের বদলা নিতেই এই হামলা বলে জানিয়েছে তারা । এদিকে, ইরানের হামলার কথা নিশ্চিত করেছে ইজরায়েলি সেনাও । ইজরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, "ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য তৈরি।"