আরও সমস্যায় পড়লেন শেখ হাসিনা। কারণ এবার তাঁর ভিসা বাতিল করল আমেরিকা। অর্থাৎ আমেরিকায় তিনি আর আশ্রয় গ্রহণ করতে পারবেন না বলেই জানিয়েছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ত্যাগ করে বর্তমানে আপাতত ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এবিষয়ে জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও স্থায়ী ভাবে তিনি কোথায় আশ্রয় নেবেন তা এখনও জানা যায়নি। এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিলের ঘোষণা করল আমেরিকা।
এদিকে বাংলাদেশে সেনাবাহিনীর শীর্ষস্থানে বেশ কিছু রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিকালে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তরফ থেকে জানানো হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আলমকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বসানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে। এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে মিজানুর রহমান শামিম-কে।
সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত বলেই জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি। বাংলাদেশের একটি হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে একাধিক সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর এবং সম্প্রচার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রায় ২ মাস ধরে উত্তপ্ত ছিল বাংলাদেশ। কোটার সংস্কার হলেও আরও ৯ দফা দাবিতে আন্দোলন শুরু হয়। তারপর আন্দোলনকারীদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা।