ডায়াপার বদল করার জন্য একরত্তি শিশুকে কট থেকে বের করেছিলেন মা৷ ডায়াপার বদল করে তাকে ভুলবশত জ্বলন্ত ওভেনের উপর রেখে দিলেন তিনি! ঝলসে মৃত্যু হল এক মাসের ওই শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানাস শহরে।
২৬ বছরের মারিয়া থমাস পুলিশের কাছে তাঁর মর্মান্তিক এই ভুল স্বীকার করেছেন। শিশুটিকে ওভেনে রাখার পরও তাঁর খেয়াল হয়নি৷ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি৷ কিছুক্ষণ পরে পোড়া গন্ধ বেরলে তাঁর হুঁশ ফেরে। কিন্তু ততক্ষণে অনেকটাই দগ্ধ হয়ে গিয়েছে ওই শিশু।
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই শিশুটিকে। মায়ের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অভিযোগ দায়ের করেছে মহিলা কমিশন।