নিজের সব কাজ সামলে এক বছরে সিনেমাহলে গিয়ে আপনি ক'টা সিনেমা দেখতে পারেন? কুড়িটা, পঞ্চাশটা, একশোটা? মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি এক বছরে মোটট ৭৭৭টা সিনেমা দেখেছেন প্রেক্ষাগৃহে গিয়ে! অর্থাৎ, প্রতিদিন গড়ে ২টো'র বেশি সিনেমা দেখেছেন তিনি সিনেমাহলে গিয়ে! আর এর ফলেই তৈরি হয়েছে গিনেস বুকের নতুন রেকর্ড! আমেরিকার পেনসিলভিনিয়ার ৩২ বছর বয়সী জ্যাচ সোপ এই নতুন রেকর্ডটি করেছেন। এর আগে এই ২০১৮ সালে এক বছরে ৭১৫টি সিনেমা প্রেক্ষাগৃহে দেখে গিনেস বুকে নাম তুলেছিলেন ফ্রান্সের ভিনসেন্ট ক্রোন। জানা গিয়েছে, অটিজম ও আত্মহত্যা প্রতিরোধের জন্য সচেতনতা বাড়াতেই ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই-এর মধ্যে এতগুলি সিনেমা দেখেন জ্যাচ।
আদ্যন্ত সিনেমাপ্রেমী এই মানুষটি এমনিতেই গড়পড়তা মানুষের থেকে অনেক বেশি সিনেমা দেখেন হলে গিয়ে। বছরে অন্তত ১০০ থেকে ১৫০টা।
গত ১ বছরের এই রেকর্ড গড়ার সময় প্রথম যে সিনেমাটি দেখেছিলেন তিনি, তার নাম- 'মিনিয়নস: রাইজ অব গ্রু'। এক বছর বাদে শেষ করেন 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল ডেস্টিনি' দিয়ে।