ছবি তুলতে ভালবাসেন তিনি। তাই মার্কিন সফরে ভারতের প্রধানমন্ত্রীকে একটি বহুমূল্য ক্যামেরা উপহার দিয়েছেন প্রেসিডন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে কী উপহার দিলেন প্রধানমন্ত্রী ? বাক্স খুলতেই হিরের ছটায় ভরে উঠল হোয়াইট হাউজের অন্দরমহল। জিলের জন্য মোদীর উপহার ৭.৫ ক্যারেটে সবুজ হিরে। ভারতীয় স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতেই এই উপহার মোদীর। আর মার্কিন প্রেসিজডেন্টের জন্য নিয়ে গিয়েছেন বই। আর কাঠের বাক্সে রুপোর গণেশ। যা তৈরি করেছে কলকাতার স্বর্ণকার পরিবার।
গত পাঁচ দশক থেকে কলকাতায় রুপোর গণেশ তৈরি করে আসছেন স্বর্ণকাররা। তাঁদের তৈরি গণেশ শোভা পাচ্ছে হোয়াইট হাউজে। এছাড়াও মোদীর উপহারে জায়গা পেয়েছে বিশেষ চন্দনকাঠের বাক্স। চন্দনকাঠ এসেছে কর্নাটক থেকে। বাক্স তৈরি হয়েছে জয়পুর। প্রধানমন্ত্রী জানেন তাঁর বন্ধু বাইডেন বইয়ের পোকা। মার্কিন প্রেসিডেন্ট আবার আইরিশ কবি উইলিয়াম বাটলার ইটসের ভক্ত।
সেই কারণের প্রেসিডেন্টকে দ্য প্রিন্সিপাল উপনিষদ বইটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৯৩৭ সালে ইটসের এটাই শেষ বই বলে মনে করা হয়। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে গিয়েছে তাম্রপত্র। তাতে লেখা হয়েছে শ্লোক। মূলত দশ দান উপহার দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট।