অবশেষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden)। বৃহস্পতিবার আমেরিকার সেনেটে পাশ হয়েছিল এই বিল। শুক্রবার হাউজের চূড়ান্ত অনুমতিও মিলেছিল। এবার সেই বিলে সই করলেন প্রেসিডেন্ট বাইডেন। যার ফলে আইনে পরিণত হয়ে গেল ঐতিহাসিক আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল (Gun Control Bill)।
বন্দুকবাজদের হানায় বারবার আক্রান্ত হয়েছে আমেরিকা। সাম্প্রতিক অতীতে বেশ কতগুলি ঘটনা সামনে এসেছে। এলোপাথাড়ি গুলির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আমেরিকার বন্দুক-নীতি নিয়েই অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটির অনুমোদন পাওয়া আমেরিকার নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: 'দেশের অহংকার, গর্ব, সক্ষমতা, মর্যাদার প্রতীক',পদ্মা সেতু উদ্বোধনে এসে আবেগতাড়িত শেখ হাসিনা
সম্প্রতি ইউরোপে কূটনৈতিক বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা বাইডেনের। ইউরোপ সফরের আগেই হোয়াইট হাউজে বিল স্বাক্ষর করে দেন তিনি। বাইডেন জানান, "আমি যা চেয়েছিলাম, তার সবটা করতে পারবে না। কিন্তু দীর্ঘ সময় ধরে যেটা করতে চেয়েছিলাম, সেই পদক্ষেপগুলি আছে এই বিলে। এটি জীবন বাঁচাবে।" ১১ জুলাই একটি অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে বন্দুকবাজদের হামলায় নিহত পরিবারের সদস্যরা যোগ দেবেন।