যুদ্ধ লেগেছে প্যালেস্টাইনের সংগঠন হামাস এবং ইজরায়েলের মধ্যে। এই আবহেই ইজরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েলকে সংহতি দেখাতেই ওই দেশে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ব্লিঙ্কেন।
Salman Rushdie New Book: মঞ্চে ছুরি নিয়ে খুনের চেষ্টা, সেই হামলা নিয়েই নতুন বই সলমন রুশদির
গত ৭ অক্টোবর হামাসের হামলার পরই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। হামাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করতে একদিন আগেই ইজরায়েলকে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ওয়াসিংটন। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ১১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্লিঙ্কেন জানান, ইজরায়েলের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব রকম সাহায্য করবে আমেরিকা।