আমেরিকায় গর্ভপাত (US Abortion Verdict) সাংবিধানিক অধিকার নয় । প্রায় ৫০ বছর পুরানো গর্ভপাত (Abortion) সংক্রান্ত আইন বাতিল করল সে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court) । শুক্রবার সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, আমেরিকার যে কোনও স্টেট চাইলেই মহিলাদের গর্ভপাতের অধিকার থেকে বিরত রাখতে পারে । তবে সেটা স্টেটের উপর নির্ভর করছে । আদালত জানিয়েছে, কোনও স্টেটের প্রশাসন চাইলে মহিলাদের গর্ভপাতের অনুমতিও দিতে পারে ।
১৯৭৩ সালের রো বনাম ওয়েড মামলার (Roe v. Wade) রায়ের পর আমেরিকায় গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন কার্যকর হয় । শুক্রবার সেই আইন খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, “আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার সংবিধান কখনওই দেয়নি ।”
আরও পড়ুন, Polio Virus in London: কলকাতার পর লন্ডনেও মিলল পোলিও ভাইরাসের খোঁজ, চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,এই রায়ের পর আমেরিকার ৫০ টিরও বেশি স্টেট এক গুচ্ছ আইন প্রণয়ন শুরু করবে । সেসব আইনে গর্ভপাতকে নিষিদ্ধ করা হবে । গর্ভপাতকে অপরাধ হিসেবেও দেখানোর আইন তৈরি হবে । সেক্ষেত্রে, যেসব জায়গায় গর্ভপাত আইনত বৈধ, আমেরিকার মহিলাদের গর্ভপাত করানোর জন্য সেসব জায়গায় যেতে হতে পারে ।