পড়ুয়াদের আজব টাক্স দিয়েছিলেন শিক্ষক, তার জেরে চাকরিই খোয়াতে হল। নিজের মৃত্যুসংবাদ লিখতে বলা হয়েছিল পড়ুয়াদের। ঘটনার প্রেক্ষিতে চাকরি থেকে বরখাস্ত করা হল ফ্লোরিডার একটি স্কুলের মনোবিজ্ঞানের শিক্ষক জেফ্রি কিনকে।
স্কুলের মধ্যে আচমকা বন্দুকবাজের হামলা হলে কী ভাবে মোকাবিলা করবে পড়ুয়ারা, এই নিয়ে একটি মহড়ার আয়োজন করা হয়েছিল অরল্যান্ডের ড. ফিলিপস হাইস্কুলে। তারপরই পড়ুয়াদের নিজেদের মৃত্যুসংবাদ লিখতে বলেন ওই শিক্ষক। এই খবর জানাজানি হতেই ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চাকরি হারিয়েও অনুতাপ নেই ওই শিক্ষকের। মৃত্যু নিয়ে ভয় দেখানো তাঁর উদ্দেশ্য ছিল না, বরং জীবনের মুল্য বোঝাতে চেয়েছিলেন দাবি কিনের।