Russia-Ukraine crisis: 'নজর রাখছে দুনিয়া', রাশিয়ার থেকে তেল আমদানির ব্যাপারে ভারতকে 'সতর্ক' করল আমেরিকা

Updated : Mar 19, 2022 14:11
|
Editorji News Desk

২৪-তম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war)। এর মধ্যেই রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করার ব্যাপারে ভারতের ওপর চাপ সৃষ্টি করল আমেরিকা (US put pressure on India)। শুক্রবার বিডেন সরকারের (Biden governement) পক্ষ থেকে জানানো হয়, আমেরিকা ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেও, বহু দেশ এখনও ওই পথে পা বাড়ায়নি কিছু বিশেষ 'অর্থনৈতিক কারণ'-এর জন্য।

আরও পড়ুন: সাতসকালে তিলজলায় শ্যুটআউট, গুলিবিদ্ধ এক, আতঙ্কে এলাকাবাসী 

হোয়াইট হাউজের (White House) প্রেস সচিব জেন সাকি বলেন, "আমরা (US) ইতিমধ্যেই রাশিয়ার (Russia) থেকে তেলের আমদানি বন্ধ করেছি। তবে, সব দেশ এখনও এমনটা করেনি। এই সিদ্ধান্তের নেপথ্যে প্রত্যেকেরই নিজস্ব অর্থনৈতিক কারণ রয়েছে নিশ্চয়ই। এই দেশগুলোর মধ্যে ইউরোপেরও একাধিক দেশ রয়ে গিয়েছে। তবে, ভারতের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। বিষয়টি নিয়ে কথাও চলছে। তবে, এই কথোপকথন প্রেসিডেন্ট-স্তরে নয়"।

তিনি যোগ করেন, এই মুহূর্তে কারা রাশিয়ার পাশে রয়েছে, তা নজরে রাখছে গোটা বিশ্বই। আমরা গোটা বিশ্বের সমস্ত শীর্ষনেতার কাছে যে বার্তাটি দিতে চাইছি, তা হল, গোটা দুনিয়ার নজর রয়েছে আপনাদের ওপর। আপনারা ইউক্রেনের ওপর রাশিয়ার (Russia invaded Ukraine) এই 'অবৈধ' আক্রমণকে সমর্থন করছেন কি না, তার ভিত্তিতেই আপনাদের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নির্ধারিত হবে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত (India bought oil from Russia) যদি রাশিয়ার থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল কেনে, তবে তা আমেরিকার অনুমোদনের বিরোধী হবে না। সাকি আরও বলেন, ভবিষ্যতের ইতিহাস বইতে কীভাবে তাদের সম্বন্ধে বিবরণ দেওয়া হবে, তা নিয়েও দেশগুলির ভাবা উচিত।

IndiaUSRussia Ukaine WarCRUDE OIL

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার