সাধারণত বলা হয়,বায়োডাটা একজন চাকরিপ্রার্থীর প্রথম ইমপ্রেশন । তাই পছন্দের চাকরি পেতে গেলে বায়োডাটা বা সিভি সবসময় আকর্ষণীয়, ইমপ্রেসিভ হওয়া উচিৎ । তবেই, এক ধাপ এগিয়ে থাকা যায় । কিন্তু,বায়োডাটা আকর্ষণীয় করে তুলতে গিয়ে যে কাণ্ড করে বসলেন আমেরিকার এক মহিলা, তা দেখে চমকে গিয়েছেন অনেকেই । চাকরি প্রার্থী ওই মহিলা তাঁর বায়োডাটা সকলের নজরে আনার জন্য কেকের মধ্যেই সিভি প্রিন্ট করে পাঠালেন এক সংস্থার কাছে । সম্প্রতি, লিঙ্কডইন-এ ভাইরাল হয়েছে কেক বায়োডাটার ছবি । যা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ।
মহিলার নাম কার্লি পাভলিনাক ব্ল্যাকবার্ন । কেন তিনি কেকের মধ্যে এভাবে বায়োডাটা ছাপিয়ে সংস্থাকে পাঠালেন, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন কার্লি । তিনি জানিয়েছেন, 'নাইক'নামে এক সংস্থার কাছে বায়োডাটা পাঠিয়েছেন । যদিও, এই সংস্থা লোক নিয়োগ করছে না । সেক্ষেত্রে বায়োডাটা পাঠালে,তা লোকচক্ষুর আড়ালে চলে যেতে পারে কিংবা হাজারো কাগজের নিচে চাপা পড়ে যেতে পারে । তাই, যাতে তাঁর বায়োডাটা বা সিভি সকলের নজরে নিয়ে আসা যায়, তার জন্য কেকের উপর বায়োডাটা ছাপানোর ভাবনা মাথায় আসে ওই মহিলার ।
কেকে সিভি পাঠানোর ঘটনা নিয়ে একএকজনের একএকরকম মত । অনেকেই তাঁর ভাবনাকে, তাঁর চিন্তাধারাকে বাহবা দিয়েছেন । তাঁর সৃজনশীলতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ । তবে, অনেকেই আবার বায়োডাটা কেককে'ঘুষ'হিসেবে মন্তব্য করেছেন ।