মণিপুরের ঘটনা (Manipur violence) নিয়ে এবার প্রতিক্রিয়া জানাল আমেরিকা। জাতিদাঙ্গায় বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে (Manipur violence) দুজন মহিলাকে গণধর্ষণ করে নগ্ন করে হাঁটানোর যে ভিডিয়ো কার্যত তোলপাড় করে দিয়েছে গোটা ভারতকে, তা দেখে তারা 'হতবাক ও আতঙ্কিত' বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র (US reaction)।
আরও পড়ুন: 'আর গ্রামে ফিরব না,আমার আর কিচ্ছু নেই', জানালেন মণিপুরে 'নগ্ন' তরুণীর মা
ওই বিতর্কিত ভিডিয়োটিতে দেখা গিয়েছিল, মণিপুরের কাংপোকপি জেলায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে এবং তাঁদের শ্লীলতাহানি করছে দুর্বৃত্তরা। ৪ মে-র ঘটনা এটি। যা ভাইরাল হয় তার আড়াই মাস পরে। গত ১৯ জুলাই।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, "মণিপুরে ওই দুই মহিলার ওপর এমন ভয়াবহ আক্রমণের ভিডিয়ো দেখে আমরা হতবাক ও আতঙ্কিত। নারীদের উপর ঘটা এই ঘৃণ্য আক্রমণের ঘটনায় আমরা নিগৃহীতাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তাঁদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য ভারত সরকারের সমস্ত ধরনের প্রচেষ্টাকেও সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি আমরা"।