একাধিক ফোনে আগামীতে আর হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না। হোয়াটস্অ্যাপ কোম্পানি মেটা এমনটাই জানিয়েছে। জেনে নিন বিশ্বের জনপ্রিয় অ্যাপটি আগামীতে কোন কোন ফোনে আর ব্যবহার করা যাবে।
আইওএস ১২ (iOS 12)-র আগের ভার্সনগুলি যে সমস্ত ফোনে রয়েছে, সেগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আইফোন ৫ (iPhone 5) এবং আইফোন ৫সি (iPhone 5c) মডেলে আর এই অ্যাপটি ব্যবহার করা যাবে না। সুতরাং হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য এখন অন্ততপক্ষে আইওএস ১২ কিংবা তার পরবর্তী ভার্সন ফোনে থাকতে হবে। সূত্রের খবর, চলতি বছরের ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ ভার্সনের আইফোনে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। যেহেতু আইফোন ৫ ফোনটির ক্ষেত্রে ওএস আপগ্রেড সম্ভব নয়, তাই এই মডেলের ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্ভব নয়।
PAN-Adhaar in whatsapp: প্যান থেকে আধার, সব গুরুত্বপূর্ণ নথি এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই
উল্লেখ্য, গত বছরই অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ৪.১-এ নিজেদের স্মার্টফোনকে আপডেট করার নির্দেশ দিয়েছিল গুগল। তখন বলা হয়েছিল তার নিচের ভার্সনের ওএস ফোনে থাকলে তাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।