লন্ডনের (London) বাংলাভাষী অধ্যুষিত এক এলাকার টিউবরেল (Tube Rail) স্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। গত বৃহস্পতিবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরেও শোভা পাচ্ছে। সোমবার এই ঘটনাকে স্বাগত জানিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, এই ঘটনা হাজার বছরের পুরনো বাংলা ভাষা ও সংস্কৃতির জয়।
আরও পড়ুন: Canada : কানাডায় পথ দুর্ঘটনায় নিহত পাঁচ ভারতীয় পড়ুয়া, জখম আরও দুই
সম্প্রতি হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি। স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় 'হোয়াইটচ্যাপেল স্টেশন' লেখার পাশাপাশি স্টেশনের প্রবেশপথে 'হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত'ও শোভা পাচ্ছে। মমতা জানিয়েছেন, বাংলা ভাষা ও সংস্কৃতির সামর্থ্যের স্বীকৃতি এই ঘটনা।