ইউক্রেনের (Ukraine Crisis) ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী (Russian Military)। বিশ্বের তাবড় তাবড় দেশের আবেদন কানেই তুলছে না রুশ সেনারা। চলছে হত্যা ও ধ্বংসের যজ্ঞ। মঙ্গলবার ইউক্রেনের বিদেশমন্ত্রক (Ukraine) সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে। যেখানে দেখা যায়, রাশিয়ান হামলা থেকে বাঁচতে রাজধানী কিয়েভের একটি শেল্টারে তাস খেলতে খেলতে জাতীয় সঙ্গীত (National Anthem) গাইছে একদল কচিকাচা। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।
ইউক্রেন সরকারের টুইট থেকেও আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, রাশিয়ান সেনার ওপর রীতিমতো ক্ষুব্ধ ইউক্রেনের নাগরিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত শেয়ার হতে থাকে। রাশিয়ান সেনার গাড়িতে হামলা করতে দেখা যায় ইউক্রেনের নাগরিকদের। ইউক্রেন সরকারের টুইটে লেখা হয়, অস্ত্র থাকুক বা না থাকুক, রাশিয়ার আগ্রাসনকে আটকাবে ইউক্রেনিয়ান নাগরিকরা।
আরও পড়ুন: ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে রাশিয়ার সামরিক কনভয়, পুড়ছে বাড়ি, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ হতে চলল। এক সপ্তাহে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, রাশিয়ান সেনার সঙ্গে বচসা করছেন ইউক্রেনের নাগরিকরা। দেখা গেছে, খালি হাতে রাশিয়ান ট্যাঙ্ক সরানোর চেষ্টা করছেন এক ইউক্রেনের বাসিন্দা। আরও একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাক্টরের সাহায্যে একটি রাশিয়ান ট্যাঙ্ক চুরি করার অভিযোগ উঠেছে ইউক্রেনের এক কৃষকের বিরুদ্ধে।