চারদিকে ধ্বংস আর মৃত্যুর তাণ্ডব। গুলির আওয়াজ, বিস্ফোরণ, ট্যাঙ্কের এগিয়ে চলার শব্দ। তার মধ্যেই পৃথিবীর বুকে আসছে নতুন প্রাণ। রাশিয়ার (Russia) হানায় বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) এক হাসপাতালে এক সদ্যেজাতর জন্মমুহূর্তের দৃশ্য দেখে আপ্লুত দুনিয়া।
লুহানস্ক (Luhansk) নামের ওই শহরটি রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। গত কয়েকদিন ধরে সেখানে চলছে জোর লড়াই। বোমার হাত থেকে বাঁচতে রোগীদের নিয়ে যাওয়া হয়েছে মাটির নিচের বোমারোধী শেল্টারে। সেখানেই জন্ম নিয়েছে ওই শিশু। তার মায়ের হাসি মুগ্ধ করেছে বিশ্বকে।
আরও পড়ুন: Ukraine Crisis: বিয়ারের বোতল দিয়ে বোমা তৈরি ইউক্রেনের, উড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ান ট্যাঙ্কও
হাসপাতাল কর্তৃপক্ষ সোস্যাল মিডিয়ায় লিখেছেন, এমন পরিবেশে এই শিশুর জন্ম হল, যা তার প্রাপ্য ছিল না।