জঙ্গল সাফারিতে গিয়ে বিভিন্ন বন্যপ্রাণীর অতর্কিত আক্রমণের মুখে পড়েছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। তবে, আফ্রিকার জঙ্গল সাফারিতে গিয়ে খোদ চিতাবাঘেরই গাড়ির ভিতর উঠে আসার ঘটনা এবং তার বিচিত্র ভিডিয়ো দেখলে রোম খাড়া হওয়ারই অবস্থা হয়। আফ্রিকার তানজানিয়ায় তেমনটাই ঘটেছে সম্প্রতি। গাড়ির ভিতরে ভয়ে সিঁটিয়ে থাকা অবস্থাতেই সংশ্লিষ্ট পর্যটক ক্যামেরাবন্দি করেন চিতার কাণ্ডকারখানা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, তানজানিয়ায় পর্যটনে যাওয়া ওই ব্যক্তির নাম ব্রিটন হেইস। গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন তিনি। সেই সময়েই ওই গাড়ির খোলা জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়ে একটি চিতা। আচমকা চিতা বাবাজীর এই আগমনে তটস্থ হয়ে যান ব্রিটন। কোনওরকম নড়াচড়া না করেই একটি ভিডিয়ো করেন তিনি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, গাড়িতে ঢুকে পড়ে নিশ্চিন্তে সিটগুলিতে কামড় দিয়ে দেখছে আফ্রিকার ওই ভয়াবহ শ্বাপদ।
ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন তানসু ইগেন নামের এক ব্যক্তি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে এই ভিডিয়োতে বিভিন্ন মন্তব্যও করেছেন।