অনিশ্চয়তা জেনেই তিনি এই পেশায় এসেছিলেন। তাঁদের ফেরা পিছিয়ে যেতে পারে, সেই আন্দাজ আগেই করেছিলেন। কোনও দুঃখ নেই। তিনি ভাল আছেন। কারণ, এই মহাকাশই তাঁর ঘরবাড়ি। এই মহাকাশই তাঁর সব কিছু। বক্তা সুনীতা উইলিয়ামস। এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীকে বার্তা দিলেন সুনীতা। জানালেন মহাকাশ নিয়ে তাঁর গভীর ভালবাসার কথা।
এই বছরের ৫ জুন ফ্লোরিডা থেকে উড়েছিল তাঁদের মহাকাশ যান। সঙ্গী বুচ উইলমোরকে নিয়ে বোয়িং স্টারলাইনে রওনা দিয়েছিলেন মহাকাশে। কথা ছিল আটদিনের অভিযান শেষ করে ফের পৃথিবীতে ফিরে আসার। কিন্তু সেই আটদিন এখন আট মাসের অপেক্ষা। শুক্রবার রাতে তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল নাসা।
যেখানে সুনীতা জানিয়েছেন, এই মহাকাশ থেকেই আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোট দিতে চান। তাঁদের জন্য বিশেষ ব্যালটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সুনীতা। ধন্যবাদ জানিয়েছেন, এই উদ্বেগে যাঁরা তাঁদের পাশে থেকেছেন।
কী হয়েছিল স্টারলাইনারের ? নাসা জানিয়েছিল, ভিতরে হিলিয়াম গ্যাস লিক করছে। ফলে এই অবস্থায় পৃথিবীতে ফের সুনীতাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশেই থাকবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আগামী ফেব্রুয়ারিতে তাঁদের আনতে মহাকাশে ইলন মাস্কের স্পেস-এক্স।