হামাস জঙ্গিগোষ্ঠীর প্রধান মহম্মদ দেইফ ২০২১ সাল থেকে ইজরায়েলের এই হামলার পরিকল্পনা করছিলেন। বুধবার এমনই জানিয়েছে, সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে ইজরায়েলের বিরোধী পক্ষের নেতাদের সম্মতিতে সরকার সঙ্গে একটি ক্যাবিনেট গঠন করে ফেলেছে। পাঁচ সদস্যের একটি ওয়ার ম্যানেজমেন্ট ক্যাবিনেট তৈরি করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীও।
২০২১ সালে জেরুজালেমের আল আসকা মসজিদে তল্লাশি অভিযান চালায় ইজরায়েল। পবিত্র রমজান মাসে হামাস ও ইজরায়েল সেনাদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওই মসজিদ। ১১দিন ধরে চলে ওই সংঘর্ষ। রয়টার্সের দাবি, ইজরায়েলের ওই তল্লাশি অভিযানের পরই হামাস গোষ্ঠীর প্রধান মহম্মদ দেইফ ইজরায়েলে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা শুরু করে।
ইজরায়েল ৭বার গুপ্তহত্যার ছক তৈরি করেছিল হামাস প্রধানের বিরুদ্ধে। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছেন। তবে অন্য একটি সূত্রে খবর, ইজরায়েলে এই মর্মান্তিক হামলার পিছনে দেইফ মাস্টারমাইন্ড। তবে তিনি একা এই হামলার পিছনে নেই। প্যালেস্তাইনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও দেইফ যৌথভাবে ইজরায়েলের বিরুদ্ধে এই অপারেশন চালিয়েছেন।