ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) পুরোদস্তুর আক্রমণ (Russia Ukraine War Crisis) শুরু হয়ে গিয়েছে। আমেরিকার একটি সংবাদসংস্থা বিএনও নিউজ একের পর এক ভিডিয়ো টুইট করে রুশ আক্রমণের (Ukrainian Crisis) ছবি তুলে ধরেছে।
খারকিভ শহরের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বহুতলে রাশিয়ার বিমানহানা (Ukraine Russia crisis) চলছে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে।
বেলারুশ-ইউক্রেন সীমান্তের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। বেলারুশের দিক থেকে ইউক্রেনে ঢুকছে রুশ ট্যাঙ্ক। ইউক্রেনের অভিযোগ, বেলারুশের সৈন্যরাও রাশিয়ান বাহিনীর সঙ্গে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে হামলায় (Russia Ukraine War Crisis) অংশ নিয়েছে।
আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি বিমানবন্দরে আছড়ে পড়ছে।
রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে রাজধানী কিয়েভে ঘন ঘন সাইরেন বাজছে।