একটা গরু অসুস্থ। কাছে পিঠে পশু হাসপাতালও নেই। এয়ারলিফট করে উড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গরুটিকে। কোথায় ঘটেছে এমন ঘটনা? না, যোগীরাজ্যে নয়, এই দেশেই নয়, ঘটনাটি সুইৎজারল্যান্ডের।
ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি গরুকে হেলিকপ্টারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে উড়িয়ে নিয়ে যাওয়া হল সুইৎজারল্যান্ডের পশু হাসপাতালে।
নেটিজেনদের মধ্যে ভিডিয়োটি নিয়ে শোরগোল পড়েছে! অনেকেই এমন ভাবে একটা গরুকে হেলিকপ্টারের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার সমালোচনাই করেছেন। মশকরাও করছেন নেটিজেনদের একাংশ। বলছেন, এই ঘটনায় গরুটি নির্ঘাত ভয় পেয়ে গিয়েছে খুব।