অবশেষে সত্যি হল স্বপ্ন। ৯৮ বছরের ইউক্রেনিয় রিফিউজি (Ukraine Refugee) লিওনিড স্তানিস্লাভস্কি (Lionid Stanislavsky) শনিবার টেনিস খেললেন বিশ্বের প্রাক্তন দু'নম্বর পোলিশ তারকা অ্যাগনিয়েসজকা রাডওয়ান্সকার সঙ্গে। খেলাটি হল লুবলিনের লুবেস্লকি টেনিস ক্লাবে। গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবথেকে বয়স্ক সক্রিয় টেনিস খেলোয়াড় লিওনিড (Lionid Stanislavsky)। রাশিয়ার আক্রমণের পর যিনি তাঁর খারখিভের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন। কন্যা তাতিয়ানার হাত ধরে পেরোন পোলিশ সীমান্ত।
আরও পড়ুন: ম্যাচের আগে ক্রিকেটারদের যৌন সংসর্গের পরামর্শ দিতেন এই ভারতীয় কোচ, জানা গেল তাঁর নতুন বইতে
সম্প্রতি ৯৮ পেরোলেন স্তানিস্লাভস্কি (Lionid Stanislavsky)। তখনই তিনি জানিয়েছিলেন, ২০১৮ সালে অবসর নেওয়া টেনিস সুন্দরী রাডওয়ানস্কার সঙ্গে একটি ম্যাচ খেলতে চান তিনি। সেই স্বপ্ন সত্যি হল শনিবার। ম্যাচটি ড্র' হলেও মন জিতে নিলেন অধুনা রিফিউজি ৯৮ বছরের এই টেনিসপ্রেমী মানুষটি (Lionid Stanislavsky)।
এর আগে, স্তানিস্লাভস্কি একাধিক বিখ্যাত টেনিস তারকার সঙ্গে খেলেছেন। যাঁদের মধ্যে রয়েছেন স্বয়ং রজার ফেডেরারও (Rogerer Federar)। তাঁর এখন ইচ্ছে, অ্যাশলে বার্টি অবসর নেওয়ার পর যে পোলিশ টেনিস তারকা প্রথম স্থানে উঠে আসবেন সোমবার, সেই ইগা সোয়াইতেকের সঙ্গে একটি ম্যাচ খেলার।
ম্যাচটি শেষ হওয়ার পর স্পষ্টতই উচ্ছ্বসিত রাডওয়ানস্কা বলেন, "লিওনিডের সঙ্গে ম্যাচ খেলতে পারে আমি অত্যন্ত আনন্দিত। ওঁর দেশ যেভাবে লড়াই চালাচ্ছে, যেভাবে তিনি নিজে বেঁচে থাকার জন্য লড়াই চালাচ্ছেন, সক্রিয়ভাবে খেলায় অংশগ্রহণ করছেন- এই পুরো প্রক্রিয়াটার পাশে থাকতে পেরে আমি গর্ব অনুভব করছি"।