'আমরা ভুলব না, ক্ষমাও করব না'। যাঁরা যাঁরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের (Russia Ukraine war) পর রাশিয়ার 'পাশে দাঁড়িয়েছে', তাঁদের কাউকে ক্ষমা করা হবে না বলে হুঙ্কার দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine president)।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সাংবাদিকদের জানিয়েছিলেন, যতদিন না কিয়েভ (Kyiv) আত্মসমর্পণ করছে, ততদিন যুদ্ধ জারি রাখবে রাশিয়া (Russia)। তারপরই জেলেনস্কির এই হুঙ্কারকে 'ইঙ্গিতবাহী' বলে মনে করেছে রাজনৈতিকমহল।
আরও পড়ুন: ৭৩ বছরের বৃদ্ধাকে গলা কেটে খুন ইছাপুরে, তদন্ত চালাচ্ছে পুলিশ
পুতিন (Putin) ইতিমধ্যেই জানিয়েছেন যে 'যুদ্ধ হোক বা সন্ধি' ইউক্রেনের (Ukraine) ক্ষেত্রে তিনি তাঁর 'লক্ষ্যপূরণ' করবেনই।
রুশবাহিনী (Russian troops invaded Ukraine) ইতিমধ্যেই ইউক্রেনকে (Ukraine) জল, স্থল ও বায়ু- সব জায়গা দিয়েই ঘিরে ফেলেছে। তার সঙ্গে রয়েছে কিয়েভের প্রতি চরম আক্রমণ হানার সাবধানবাণীও।
ইউক্রেনের বড় শহরগুলিতে রুশবাহিনী (Russian troops) হামলা শুরু করার পর এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।