অ্যামাইলয়েডোসিস রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। অ্যামাইলয়েডোসিস রোগে সমস্ত অঙ্গ বিকল হয়ে গিয়েছিল তাঁর। কী এই রোগ? অ্যামাইলয়েডোসিস একটি বিরল রোগ। এই রোগে শরীরের টিস্যুতে একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। এর জেরে একাধিক অঙ্গ তাদের কর্ম ক্ষমতা হারায়। রোগে প্রভাবিত হতে পারে হৃদ্যন্ত্র, কিডনি, লিভার, প্লীহা, স্নায়ুতন্ত্র এবং পাচনতন্ত্র - এর মতো অঙ্গগুলিও।
কী কী উপসর্গ এই রোগের?
এই রোগের উপসর্গ হাত পা ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, ডায়েরিয়া, ক্লান্তি দুর্বলতা, চোখের পাতার চারিপাশ ফুলে যাওয়া। এই ধরণের কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।