এতদিন পুরোপুরি নিখরচায় ব্যবহার করা যেত হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু এবার ছবিটা বদলাতে চলেছে। কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business) অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য এবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। আপাতত পরীক্ষামূলক ভাবে এই সাবস্ক্রিপশন মডেল চালু করা হয়েছে।
এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে বিজনেস গ্রাহকরা বিশেষ কিছু ফিচারের সুবিধা পাবেন যা সাধারণ গ্রাহকরা পাবেন না। এই ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গ্রাহকরা একসঙ্গে 10 টি ডিভাইস থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লগইন করার সুযোগ পাবেন। সাধারণ গ্রাহকরা বর্তমানে সর্বোচ্চ চারটি ডিভাইস থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার সুযোগ পান। এছাড়াও প্রিমিয়াম গ্রাহকরা তাঁদের প্রোফাইলের জন্য বিশেষ কাস্টমাইজড্ লিঙ্ক তৈরির সুযোগ পাবেন। সেই লিঙ্কে তাঁরা তাঁদের কোম্পানির নাম ব্যবহার করার সুযোগ পাবেন।
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার, গ্রুপ অ্যাডমিন ডিলিট করতে পারবেন সদস্যদের মেসেজ
সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের ফিচারে একাধিক আপডেট আনতে চলেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, একটি গ্রুপে সর্বাধিক ৫১২ জন যোগ দিতে পারবেন। কোনও সদস্য গ্রুপের কাউকে না জানিয়ে সেই গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে সেই সদস্য বেরিয়ে গেলেও বাকিরা সেই সংক্রান্ত কোনও নোটিফিকেশন বা মেসেজ পাবেন না।