জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলি শিশুদের খুনের অভিযোগ তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁর অভিযোগ, কমপক্ষে ৪০ জন শিশুকে গলা কেটে খুন করা হয়েছে । ঘটনার সচিত্র প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি । যদিও বাইডেনের এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই তা অস্বীকার করল হোয়াইট হাউজ ( White House) ।
ওয়াশিংটন পোস্টের মতে, হোয়াইট হাউসের একজন মুখপাত্র পরে স্পষ্ট করেছেন যে মার্কিন কর্মকর্তারা এবং প্রেসিডেন্ট এই ধরনের কোনও ছবি দেখেননি । তিনি আরও জানান, বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র এবং মিডিয়া রিপোর্টের দাবির উপর ভিত্তি করে এই মন্তব্য করেছেন ।
আরও পড়ুন - যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে ১৮,০০০ ভারতীয়, নজরদারিতে কন্ট্রোল রুম চালু বিদেশ মন্ত্রকের
হামাস জঙ্গিগোষ্ঠীর প্রধান মহম্মদ দেইফ ২০২১ সাল থেকে ইজরায়েলের এই হামলার পরিকল্পনা করছিলেন। বুধবার এমনই জানিয়েছে, সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে ইজরায়েলের বিরোধী পক্ষের নেতাদের সম্মতিতে সরকার সঙ্গে একটি ক্যাবিনেট গঠন করে ফেলেছে। পাঁচ সদস্যের একটি ওয়ার ম্যানেজমেন্ট ক্যাবিনেট তৈরি করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীও।